পাহাড়ি কাঁচা আম
বান্দরবানে প্রতিবছরই বাড়ছে আমবাগানের সংখ্যা। পাহাড়ে সবচেয়ে বেশি উৎপাদিত ফল আম। সাধারণত বৈশাখের শেষ কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা মেলে কাঁচা আমের। তবে পাহাড়ে এপ্রিল মাসের মাঝামাঝি দিকে বাগান থেকে আম পাড়া শুরু হয়। এগুলো রাংগোয়াই জাতের আম। পাহাড়ে মৌসুমের প্রথম ফল হিসেবে বেশ চাহিদাও আছে। অন্যদিকে চট্টগ্রাম ও ঢাকায় কাঁচা আমের চাহিদা থাকায় আমের ব্যাপারীরা বাগানে এসে আকার অনুসারে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় কিনে ট্রাকভর্তি আম নিয়ে যাচ্ছেন। দামেও ভালো পাওয়ায় আমচাষিরাও আম পাকার সময় পর্যন্ত অপেক্ষা করছেন না। বৈশাখ মাসেই পাহাড়ে নারী-পুরুষেরা কাঁচা আম পাড়তে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বান্দরবান জেলা সদর, থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদমসহ সবখানেই বাড়ছে আমের আবাদ। ছবিগুলো সম্প্রতি বান্দরবান, চিম্বুকসহ বিভিন্ন এলাকা থেকে তোলা।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২