ম্রোদের বর্ণমালার ঘর ‘থারকিম’
বান্দরবানের চিম্বুক পাহাড়। মেঘছোঁয়া এই পাহাড়ের ক্রামাদি পাড়ায় তৈরি হয়েছে একটি অন্য রকম স্থাপনা। নাম বর্ণমালার ঘর। এই বর্ণমালার ঘর ম্রো সম্প্রদায়ের। সেখানে সাজানো রয়েছে ম্রো বর্ণমালা। ভাষাটি যাতে হারিয়ে না যায় এবং ম্রো বাসিন্দারা তাঁদের মুখের ভাষার লিখিত রূপটি শিখতে পারেন, সে জন্য এমন ব্যবস্থা। নিজেদের ভাষা ও বর্ণমালার টানে ম্রো ভাষার শত শত নারী-পুরুষ দূরদূরান্ত থেকে আর্থিক উদ্যোগ নিয়ে বর্ণমালা ঘরটি তৈরি করেছেন। বর্ণমালার ঘর ‘থারকিম’ ও ম্রো জাতিসত্তার মানুষদের নিয়ে ছবির গল্প