নৌকায় হাওরবিলাস
সিলেট শহরতলির বাইশটিলা গ্রাম লাগোয়া ‘উফতার হাওর’। বর্ষার শুরু থেকে পানিতে ভরপুর থাকে হাওরটি। সিলেট শহর থেকে সাড়ে আট কিলোমিটার দূরের এই হাওরের সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে আসেন অনেকেই। নগরজীবনের ব্যস্ততার ফাঁকে প্রতিদিন পরিবার-পরিজন নিয়ে শান্ত-নিস্তব্ধ হাওরের পানিতে নৌকা ভাসিয়ে কিছুটা সময় পার করেন। পানি শুকানোর আগ পর্যন্ত শতাধিক হাতে বাওয়া নৌকা চলে উফতার হাওরে। ঘণ্টাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা নেন স্থানীয় নৌকার মাঝিরা। ছবিগুলো সম্প্রতি তোলা।