সংকেতবাতি নেই, গাড়ি চলে হাতের ইশারায়
চট্টগ্রাম নগরে প্রথমবারের মতো সড়কে সংকেতবাতি স্থাপন করা হয়েছিল ১৯৮৯ সালে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেসব বাতি অকেজো হয়ে যায়। পরবর্তী সময়ে ২০১২ সালে ‘বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় নগরের ২৫টি মোড়ে সংকেতবাতির আধুনিকায়ন করা হয়। কিন্তু দুই বছরের মাথায় সেসব বাতিও নষ্ট হয়ে যায়। নতুন করে সংকেতবাতি লাগানোর জন্য আর কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি। এখন ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই সংকেতের কাজ চলে। এ কাজে প্রায়ই হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। সড়কের বিভিন্ন স্থানে অকেজো হয়ে থাকা বাতি ও খুঁটি জানান দেয়, এই শহরে একসময় সংকেতবাতির প্রচলন ছিল। ছবিগুলো গত রোববার তোলা।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১