দেয়ালে শিল্পকর্ম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে চট্টগ্রাম শহরে সড়কে ও দেয়ালে চিত্রকর্ম এঁকেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বয়সের মেয়ে ও ছেলেরা অংশ নেন। ছোট ছোট দেয়ালের পাশাপাশি বিভিন্ন স্থানে এক কিলোমিটার এলাকায় তাঁরা সাম্প্রতিক আন্দোলনের নানা দিক ফুটিয়ে তুলেন। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের শিল্পকলা এলাকায়।

১ / ১৪
বুকে বাংলাদেশের পতাকা। গলায় ঝোলানো পরিচয়পত্র। এভাবে কোনো এক অজানা শিক্ষার্থীর ছবি আঁকা হচ্ছে
২ / ১৪
বীর চট্টলা লিখে আঁকা হয়েছে রিকশা, নিচে চলছে অন্য থিম আঁকার কাজ
৩ / ১৪
‘পানি লাগবে পানি’ এই কথাটি এখন নতুন মাত্রা পেয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকে এভাবে পানি বিতরণ করেছিলেন
৪ / ১৪
কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার পঙ্‌ক্তি ‘গাহি সাম্যের গান’- এর চারদিকে নানা প্রতীক আঁকছেন দুজন
৫ / ১৪
তাক ভর্তি বই। এতে করে মননশীল সমাজের চিত্র ফুটিয়ে তুলছেন এক শিক্ষার্থী
৬ / ১৪
মুক্তির উল্লাসের চিত্র ফুটে উঠেছে একটি চিত্রকর্মে
৭ / ১৪
সামাজিক সম্প্রীতির স্লোগান নিয়ে ছবি আঁকতে ব্যস্ত এক শিক্ষার্থী
৮ / ১৪
বুকে গুলি করার একটি প্রতিবাদী চিত্র আঁকছেন কয়েকজন মিলে
৯ / ১৪
গণতন্ত্র মুক্তির স্লোগান লিখছেন একজন, বাকিরা বিভিন্ন কিছু আঁকছে মনোযোগ দিয়ে
১০ / ১৪
যত্ন করে ছোট করে জাতীয় পতাকা আঁকছেন একজন
১১ / ১৪
জাতীয় পতাকাকে পটভূমিতে রেখে দুই শিক্ষার্থী মিলে ফুটিয়ে তুলছেন একটি প্রতিবাদের ছবি
১২ / ১৪
কোনো একটা মুখচ্ছবির চোখ আঁকছেন একজন
১৩ / ১৪
বড়দের সঙ্গে আঁকতে এসেছেন এক শিশুও
১৪ / ১৪
জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার একটি ছবি শেষ করতে ব্যস্ত দুজন