কচুরিপানার ফুল

জমিতে জমে থাকা অল্প পানি। সেখানে ফুটে আছে সাদা আর বেগুনি রঙের কচুরিপানা ফুল। সেখানে মাছ ও বিভিন্ন রকমের খাবার খুঁজতে ঘুরে বেড়ায় বক, জলপিপি ও ডকসহ বিভিন্ন রকমের পাখি। সন্ধ্যায় জলাশয়ে  ডুবন্ত সূর্যের রং ফুলগুলো ধারণ করে হয় অপরূপ। এমন দৃশ্য চোখে পড়ে চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কের পাশের বিশাল জমিতে। জমিজুড়ে এমন সুন্দর দৃশ্যে মন জুড়িয়ে যায় পথচারীদের।

১ / ৮
কচুরিপানা ফুলের মাঝে শিকারের আশায় ঘুরছে জলপিপি
২ / ৮
শিকার ধরে বসে আছে বকটি
৩ / ৮
কচুরিপানায় ভরা জলাশয়ে মাছ ধরতে জাল বসানো হচ্ছে
৪ / ৮
কচুরিপানা জলাশয়ে সাদা–হলুদ রঙের ফুলও ফুটতে দেখা যায়
৫ / ৮
পানিতে একটি  কচুরিপানা ফুলের প্রতিচ্ছবি
৬ / ৮
ছোট বেগুনি রঙের ফুলও ফুটে থাকতে দেখা যায় কচুরিপানা ফুলের মাঝে
৭ / ৮
সূর্যের আলোয় অপরূপ রূপ ধারণ করে ফুলগুলো
৮ / ৮
সূর্য ডোবার সময় বিলজুড়ে ফুটে থাকা কচুরিপানা ফুলের সৌন্দর্য