শাহজাদপুর কাপড়ের হাট

সিরাজগঞ্জের শাহজাদপুরের তাঁতের কাপড়ের সুনাম দেশজুড়ে। এখানকার বিখ্যাত হাট ‘শাহজাদপুর কাপড়ের হাট’। হাটটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর (রবীন্দ্র কাছারি–সংলগ্ন) বসে। এই হাটে পাইকারি বিক্রি হয় তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রিপিসসহ নানা কাপড়। সপ্তাহে চার দিন—শনি, রবি, মঙ্গল ও বুধবার হাট বসে ।

১ / ৯
পাইকারিতে লুঙ্গির বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা
২ / ৯
থরে থরে সাজানো তাঁতের লুঙ্গি। বিক্রির হিসাব করছেন এক বিক্রেতা
৩ / ৯
ক্রেতার অপেক্ষায় বিক্রেতা
৪ / ৯
বাহারি রঙের শাড়ির দেখিয়ে ক্রেতাকে আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতা শওকত আলী
৫ / ৯
হাটে এসে লুঙ্গি পছন্দ করছেন ক্রেতারা
৬ / ৯
এখানে পাওয়া যায় গায়েহলুদ ও বিয়ের শাড়ি
৭ / ৯
থরে থরে সাজানো কাপড় দেখেই চোখ জুড়াবে ক্রেতার
৮ / ৯
আছে নানা রং ও নকশার থ্রিপিস
৯ / ৯
হাটে কেনা কাপড়ের গাঁট নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা