শীতে পশুপাখি ও জীবজন্তুরও কাহিল অবস্থা

দেশজুড়ে শীত জেঁকে বসেছে। উত্তরাঞ্চলে ঠান্ডার মাত্রাটা আরও বেশি। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। পশুপাখিরও কাহিল অবস্থা। ব্যক্তিক্রম নয় রংপুর নগরের বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার পশুপাখির অবস্থাও। শীতের মধ্যে ওদের টিকে থাকার ছবিগুলো সম্প্রতি তোলা।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর।

১ / ৭
শীতে গাদাগাদি করে বসে আছে একদল চিত্রা হরিণ।
২ / ৭
ঠান্ডায় জড়সড় হয়ে কাছাকাছি বসে আছে বাঘ-বাঘিনী
৩ / ৭
তীব্র শীতে পরাক্রমশালী সিংহ-সিংহী কাবু
৪ / ৭
কুয়াশায় জড়ানো সকালে শীতে কাতর পাখিগুলো
৫ / ৭
শীতে চুপচাপ বসে আছে দুটি ময়ূর
৬ / ৭
ঠান্ডায় কাবু হয়ে গাদাগাদি করে বসে আছে একদল খরগোশ।
৭ / ৭
তীব্র শীতে কাতর গাধার দল