কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড়, গুলিস্তান জিরো পয়েন্টসহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেল সাড়ে চারটার পর এই অবরোধ শুরু করেছেন তাঁরা। এতে পুরো রাজধানীতে ব্যাপক যানজটের তৈরি হয়। ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোকে চলাচলের জায়গা করে দেন আন্দোলনকারীরা।

১ / ১৫
শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রুখতে পুলিশের ব্যারিকেড
ছবি: সাজিদ হোসেন
২ / ১৫
ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৫
ব্যারিকেড সরিয়ে নিচ্ছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৫
ক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৫
বাংলামোটরে বাস চলতে শিক্ষার্থীদের বাধা
ছবি: সাজিদ হোসেন
৬ / ১৫
ফার্মগেটে অবরোধ তৈরি করতে সড়কের প্রতিবন্ধক টেনে নিয়ে আসছেন দুজন
ছবি: সাজিদ হোসেন
৭ / ১৫
প্রাইভেট কারের সামনে দাঁড়িয়ে বাধা দেন এক বিক্ষোভকারী
ছবি: সাজিদ হোসেন
৮ / ১৫
ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৫
ফার্মগেটে সড়কে বসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৫
কারওয়ানবাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধকারীদের দখলে
ছবি: আশরাফুল আলম
১১ / ১৫
পান্থপথে বসুন্ধরা শপিং মলের সামনের সড়কে অসংখ্য যানবাহন আটকে পড়ে
ছবি: আশরাফুল আলম
১২ / ১৫
অবরোধের কারণে সড়কে বাস চলাচল করতে না পারায় সেই চাপ পড়ে মেট্রোরেলে। কারওয়ানবাজার স্টেশনে ছিল যাত্রীদের অতিরিক্ত চাপ
ছবি: আশরাফুল আলম
১৩ / ১৫
পান্থপথে যানজটে আটকে পড়েন অসুস্থ নারী রাশিদা বেগম
ছবি: আশরাফুল আলম
১৪ / ১৫
ফার্মগেটে এক্সপ্রেসওয়ের যানবাহন নেমে যেতে বিক্ষোভকারীদের বাধা। পাশের সড়কে হেঁটে গন্তব্যের উদ্দেশে চলছেন মানুষ
ছবি: জাহিদুল করিম
১৫ / ১৫
গুলিস্তানে জিরো পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ। এর ফলে চারপাশের সড়কে ব্যাপক যানজটের তৈরি হয়
ছবি: সাজিদ হোসেন