বৃষ্টি আর ঢলে ডুবেছে গোমতীর চরাঞ্চল

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির ঢলে কুমিল্লার গোমতীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই। এরই মধ্যে নদীর চরাঞ্চলের অনেক জায়গায় পানি ঢুকে পড়ে গলাসমান হয়ে গেছে। সেখানকার বাসিন্দারা বলেন, হুট করে পানি বাড়ায় ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছুই বের করতে পারেননি। চরাঞ্চলের কয়েক হাজার একর সবজিখেত পানিতে তলিয়ে গেছে। পানি থেকে বাঁচতে বাঁধে আশ্রয় নিয়েছে হাজারো পরিবার। কুমিল্লার এই পরিস্থিতি নিয়ে ছবি তুলেছেন এম সাদেক

১ / ৯
পানিতে টইটম্বুর গোমতী নদী। সন্ধ্যা সাতটায় পানি ছিল বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে।
২ / ৯
মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন নদীর তীরের বাসিন্দা।
৩ / ৯
সেতুর ওপর দাঁড়িয়ে পানির অবস্থা দেখছেন স্থানীয় লোকজন।
৪ / ৯
গোমতীর চরে সবজিখেত পানিতে তলিয়ে গেছে।
৫ / ৯
ডুবে যাওয়া ঘর থেকে মালামাল বের করে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাসিন্দারা।
৬ / ৯
গোমতী নদীর চরে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। সব কটি তলিয়ে গেছে পানিতে।
৭ / ৯
পানিতে ডুবতে বসেছে মসজিদ।
৮ / ৯
প্রায় তলিয়ে গেছে চরের একটি স্কুল।
৯ / ৯
ঘরের ভেতর বুকসমান পানি। এ অবস্থায় ঘরের প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি।