লঞ্চে ঈদযাত্রা

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে প্রচণ্ড গরম ও যানজট উপেক্ষা করে নদীপথেও হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। রাজধানীতে কর্মব্যস্ততার চাপে থাকা মানুষের কাছে ঈদে বাড়ি ফেরাটা আনন্দের। তাই ঈদযাত্রার এই স্রোতে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবাই এক লাইনে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ছবি তুলেছেন দীপু মালাকার

১ / ১২
সন্ধ্যার লঞ্চ ধরতে দুপুরের পর থেকেই টার্মিনালে আসতে শুরু করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
২ / ১২
বিকেল হতেই বাড়তে থাকে যাত্রীদের চাপ।
৩ / ১২
আগের মতো যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকায় অনেক লঞ্চের কর্মীদের বসে থাকতে দেখা যায়।
৪ / ১২
ঈদে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরতে সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়।
৫ / ১২
সদরঘাটে এখনো ঈদযাত্রার অতিরিক্ত চাপ তৈরি হয়নি।
৬ / ১২
প্রচণ্ড গরমের কারণে অনেকের হাতেই ছিল হাতপাখা।
৭ / ১২
লঞ্চে দেদারে বিক্রি হয়েছে হাতপাখা।
৮ / ১২
লঞ্চের ডেকে শুয়ে-বসে যাত্রীদের বাড়ি ফেরা।
৯ / ১২
এক জোড়া কবুতরও হয়েছে লঞ্চের যাত্রী।
১০ / ১২
গরমের কারণে যাত্রীদের ছিল হাঁসফাঁস অবস্থা।
১১ / ১২
সময় হতেই দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাচ্ছে তিনটি লঞ্চ।
১২ / ১২
বিকেল হতেই বাড়ে যাত্রীদের ভিড়।