নার্সারিতে দৃষ্টিনন্দন নানা গাছের সমাহার
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে বগুড়ার মহাস্থানগড় অন্যতম। সেখানে ঢোকার আগেই মহাসড়ক থেকে তাকালেই চোখে পড়বে বিশাল নার্সারির কর্মযজ্ঞ। মহাসড়কের দুই ধারে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বাহারি সব গাছ। বগুড়া শহর থেকে উত্তরে মহাসড়ক ঘেঁষে গোকুল নামের গ্রামটির অবস্থান। বর্তমানে এখানে দুই শতাধিক নার্সারি আছে। গোকুল গ্রামের পাশেই ধাওয়াকোলা গ্রামের মাঠেও গড়ে উঠেছে নার্সারি। সেখানে নার্সারিতে সাজিয়ে রাখা বাহারি গাছ।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯