শীতের দাপটে কাবু চিড়িয়াখানার প্রাণীরা

সপ্তাহখানেক ধরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দেশজুড়ে চলছে শীতের দাপট। এই কনকনে ঠান্ডায় কাবু বানর, হরিণসহ নানা জাতের প্রাণী। একটু উষ্ণতা পেতে শাবকদের নিয়ে গুটিসুটি হয়ে আছে প্রাণীর দল। ইতিমধ্যে চিড়িয়াখানার অনেক প্রাণী চলাফেরা অনেকটাই কমিয়ে দিয়েছে। এগুলোকে দেখতে শীত উপেক্ষা করে শীতপোশাক পরে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন দর্শনার্থীরা। ছবিগুলো গতকাল সোমবার রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে তোলা।

১ / ১২
কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে গুটিসুটি হয়ে আছে বানর পরিবার।
২ / ১২
শীতের জড়সড় হয়ে আছে একদল হরিণ।
৩ / ১২
শীতের পোশাক পরে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন দর্শনার্থীরা।
৪ / ১২
নিজের পোষা বিড়াল সঙ্গে নিয়ে বেড়াতে এসেছেন এক তরুণ।
৫ / ১২
ঠান্ডায় গুটিসুটি হয়ে আছে ভারবেট বানরগুলো।
৬ / ১২
শীতে কাতর দুটি রাজধনেশ।
৭ / ১২
মায়ের সঙ্গে বেড়াতে এসেছে শিশুরা।
৮ / ১২
গুটিসুটি এক চোকার পাখি।
৯ / ১২
শীতের কাপড় মুড়িয়ে কোলের শিশুকে নিয়ে ঘুরছেন এক নারী।
১০ / ১২
ঠান্ডায় কাতর হয়ে আছে এক বাজপাখি।
১১ / ১২
চিড়িয়াখানার বেঞ্চে জিরিয়ে নিচ্ছে এক পরিবার।
১২ / ১২
পরিবার–পরিজন নিয়ে শীত উপেক্ষা করে প্রাণীগুলোকে দেখতে এসেছেন দর্শনার্থীরা।