ছবিতে সাত গম্বুজ মসজিদ

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাত গম্বুজ মসজিদ’। মোগল আমলের স্থাপত্যের বড় বৈশিষ্ট্য হলো ছাদের গম্বুজ, মিনার ও বুরুজ। এই মসজিদে রয়েছে সাতটি গম্বুজ। অনন্য বৈশিষ্ট্যের মসজিদটির সম্প্রতি তোলা কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।

১ / ৭
মসজিদ প্রাঙ্গণের এককোণে সাইনবোর্ডে লিখে রাখা হয়েছে এর ইতিহাস
২ / ৭
সাত গম্বুজ মসজিদের এক পাশ দেখতে এমন
৩ / ৭
ওপর থেকে সাত গম্বুজ মসজিদ। এখন সেখানে সামনের অংশে শামিয়ানা টানিয়ে রাখা হয়েছে
৪ / ৭
মসজিদের ভেতরে প্রবেশের একটি পথ
৫ / ৭
মসজিদ প্রাঙ্গণে অজু করার জন্য চৌবাচ্চায় স্বচ্ছ পানি
৬ / ৭
মসজিদের দেয়ালের চিত্র
৭ / ৭
মসজিদের ভেতরে একাংশ