চট্টগ্রামে বিপিএল উপলক্ষে কনসার্ট

বিপিএল উপলক্ষে গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্ট হয়। সেখানে বেশ কয়েকটি ব্যান্ড দলের সদস্যরা গান করেন। তাঁদের গানে মুগ্ধ হন হাজারো দর্শক।

১ / ৬
ছবি তুলতে ব্যস্ত কয়েকজন দর্শক
২ / ৬
গানের তালে তালে নাচে মেতে ওঠেন দর্শকেরা
৩ / ৬
দর্শকদের মুগ্ধ করেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের গায়িকা তাশফী
৪ / ৬
নেচে-গেয়ে দর্শক মাতান ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের শিল্পী আনিকা
৫ / ৬
শিল্পীদের গান ভিডিও করে রাখেন দর্শকেরা
৬ / ৬
আলোকসজ্জা মুগ্ধ করে সবাইকে