শঙ্খপারের সবজিবাজার

চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দোহাজারী রেলস্টেশন কাঁচাবাজার। এখানে শঙ্খ নদের পারে শীত মৌসুমে সবজির বাজার জমে ওঠে। প্রতিদিন বসে হাট। কেনাবেচা চলে তিন থেকে চার ঘণ্টা। ভোর থেকে জড়ো হয় সবজিবোঝাই একেকটি নৌকা। এসব নৌকায় ফুলকপি, বেগুন, শিম, বরবটি, ধনেপাতা—কী নেই! নৌকা থেকে এসব সবজির ঝাঁকা কাঁধে করে নিয়ে যান শ্রমিকেরা। কাছেই বাজারে সবজি পৌঁছে দিতে ৫০-১০০ টাকা নেন তাঁরা। এ কাজে শ্রমিকদের দিনে আয় ৫০০ থেকে ৭০০ টাকা। এই বাজার থেকে সবজি কিনে নিয়ে যান চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার, চকরিয়া, কক্সবাজার, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, বোয়ালখালীসহ আশপাশের এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতারা।

১ / ১১
নদের বুক চিরে এগিয়ে চলেছে সবজিবোঝাই নৌকা।
২ / ১১
রেলস্টেশনের পাশে ছোট জায়গাজুড়ে বসে এই বাজার।
৩ / ১১
নৌকা থেকে শ্রমিকেরা কাঁধে করে সবজি নিয়ে যান বাজারে।
৪ / ১১
আশপাশের এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতারা এসব সবজি কিনে নিয়ে যান।
৫ / ১১
জমি থেকে তোলা শাকসবজিতে পানি ঢেলে পরিষ্কার করা হচ্ছে।
৬ / ১১
ভোর থেকে জড়ো হয় সবজিবোঝাই একেকটি নৌকা।
৭ / ১১
এই কাজে শ্রমিকদের প্রতিদিন আয় ৫০০ থেকে ৭০০ টাকা।
৮ / ১১
ব্যস্ততায় সময় কাটে ক্রেতা–বিক্রেতাসহ শ্রমিকদের
৯ / ১১
বাজারে সাজিয়ে রাখা হচ্ছে মুলা।
১০ / ১১
সারিবদ্ধ করে রাখা মুলা। এবার বিক্রির পালা।
১১ / ১১
শীতের লাউয়ের স্বাদই আলাদা। এখান থেকে কিনে নিয়ে যাবেন পাইকারি ক্রেতারা।