বাহারি রঙের ঘুড়ি উৎসব  

নানা আকারের বাহারি রঙের ঘুড়িতে ছেয়ে গেছে আকাশ। ঘুড়ি উড়িয়ে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ আছে। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা। ঘুড়ি উৎসব আর মেলা দেখতে দূরদূরান্ত থেকে এসেছেন হাজারো মানুষ। গতকাল শুক্রবার ফরিদপুর শহরতলির ধলার মোড়ে পদ্মার পাড়ে বালুচরে ঘুড়ি উৎসব ও মেলার আয়োজন করেছিল টিম ফরিদপুর সিটি অর্গানাইজেশন নামের একটি সংগঠন।

১ / ১০
বড় ঘুড়ি নিয়ে অপেক্ষায় রয়েছেন একদল প্রতিযোগী।
২ / ১০
গ্রামীণ মেলায় ছিল নাগরদোলাসহ নানা আয়োজন।
৩ / ১০
উৎসবের প্ল্যাকার্ডের সামনে সন্তানকে দাঁড় করিয়ে ছবি তুলেছেন বাবা।
৪ / ১০
পাখির আদলের ঘুড়ি ওড়াচ্ছেন একজন।
৫ / ১০
সুতা টেনে ঘুড়ি আকাশে ওড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
৬ / ১০
মেলায় হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা।
৭ / ১০
নিজের তৈরি ড্রাগন ঘুড়ি ওড়াচ্ছেন এক ব্যক্তি।
৮ / ১০
আয়োজকদের কাছ থেকে ঘুড়ি কিনেছেন অনেকে।
৯ / ১০
আকাশে উড়ছে ২০০ ফিট লম্বা ড্রাগন ঘুড়ি।
১০ / ১০
ঘুড়ি উৎসবে শিশুদের বিনোদনের জন্য ছিল নানা আয়োজন।