চট্টগ্রামে রথযাত্রা

চট্টগ্রাম নগরের কয়েকটি স্থানে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে রোববার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় থেকে রথযাত্রা বের হয়। সেই আয়োজন নিয়ে এই ছবির গল্প—

১ / ১৩
রথযাত্রায় অংশ নিয়েছে শিশুটি
২ / ১৩
রথযাত্রায় দেবী কালীর সাজে একজন
৩ / ১৩
শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সেজেও রথযাত্রায় এসেছিলেন অনেকে
৪ / ১৩
রথযাত্রায় হাতি বানিয়ে তার ওপর বসানো হয়েছে জগন্নাথদেবের প্রতিমা
৫ / ১৩
ঐতিহাসিক কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয় রথযাত্রায়
৬ / ১৩
হাতে হাত মিলিয়ে অনেকে একসঙ্গে রথ টানেন
৭ / ১৩
নারী-পুরুষনির্বিশেষে রথ টেনে নিয়ে যান
৮ / ১৩
রথযাত্রায় রঙের বাজি ফোটান অনেকেই
৯ / ১৩
রথযাত্রায় জগন্নাথদেবের সাজে এসেছিল শিশুরা
১০ / ১৩
রথযাত্রায় আনা হয় মহাদেব শিবের প্রতিকৃতি
১১ / ১৩
রথযাত্রা থেকে বিভিন্ন রকমের প্রসাদ দেওয়া হয় ভক্তদের
১২ / ১৩
প্রণাম করছেন এক নারী
১৩ / ১৩
নানা সাজে সজ্জিত হয়ে বাদ্য বাজিয়ে রথযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ