শুষ্ক মৌসুমে হাকালুকি হাওর

মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন এলাকায় বিস্তৃত ২৮ হাজার হেক্টর আয়তনের হাকালুকি হাওর। এটি দেশের বৃহত্তম হাওর। শুষ্ক মৌসুমে হাওর শুকিয়ে যায়। তবে বিলগুলোয় (জলমহাল) পানি আটকা থাকে। বিলে জাল টেনে চলে মাছ ধরা। সেখানেই মাছের কেনাবেচা হয়। হাওরতীরবর্তী এলাকার গবাদিপশুর বিচরণক্ষেত্রে পরিণত হয় স্থানটি। হাওরের নিচু জমিতে বোরো ধানের আবাদ শুরু হয় এ সময়। এ ছাড়া দেশের নানা স্থান থেকে পর্যটকেরা এখানে বেড়াতে আসেন। হাওরের কুলাউড়া উপজেলার চকিয়া বিল।

১ / ৮
বিলের আশপাশে ছোট ছোট জাল টেনেও স্থানীয় কিছু জেলে মাছ ধরেন। মাছ রাখার সরঞ্জাম পাড়ে রাখা
২ / ৮
জালের টানে আসা জলজ শামুক-ঝিনুক বিলের পাড়ে স্তূপ করে রাখা
৩ / ৮
হাওরের সবুজ ঘাস খেতে ব্যস্ত গবাদিপশু
৪ / ৮
ঠেলাগাড়িতে নৌকা তুলে ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে
৫ / ৮
বিলে মাছ ধরার সুযোগ দেননি ইজারাদার প্রতিষ্ঠানের লোকজন। তাই অন্য বিলে ছুটছেন স্থানীয় জেলেরা
৬ / ৮
বিলের পাড়ে এ রকম ঘর বানিয়ে ইজারাদারদের লোক পাহারাদারের কাজ করেন
৭ / ৮
হাওরে বেড়াতে আসা পর্যটক। কেউ কেউ সেলফি তুলতে ব্যস্ত
৮ / ৮
হাওরের ছোট একটি খালের পানিতে ভাসছে নৌকা