শ্যালো মেশিনে তৈরি মজাদার ‘ঝুড়ি’

চালের সঙ্গে পরিমাণমতো লবণ, চিনি ও মরিচের গুঁড়া মেশানোর পর শ্যালো মেশিনের ছাঁচে (ডাইস) ফেলে তৈরি করা হচ্ছে মজাদার ‘ঝুড়ি’। সহজে ও কম খরচে চিপসজাতীয় খাবারটি তৈরি করা যায় বলে তা স্থানীয়ভাবে জনপ্রিয়তা পেয়েছে। প্রতি কেজি চালের ঝুড়ি তৈরিতে খরচ হয় ৪০ টাকা। গ্রামে গ্রামে ঘুরে ‘ঝুড়ি’ তৈরি করে দেন বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় গ্রামের বাসিন্দা আলেক উদ্দিন। ছবিতে উপজেলার বাহাদুর গ্রামে ঝুড়ি তৈরির মুহূর্ত।

১ / ৯
ডিজেলচালিত শ্যালো মেশিনে ঝুড়ি তৈরি করছেন আলেক উদ্দিন
২ / ৯
ঝুড়ির জন্য চাল নিয়ে অপেক্ষায় এক শিশু
৩ / ৯
মেশিনে ঢালা হচ্ছে চাল
৪ / ৯
চালে পরিমাণমতো চিনিমিশ্রিত পানি দেওয়া হচ্ছে
৫ / ৯
মেশিন থেকে বের হচ্ছে ঝুড়ি
৬ / ৯
ঝুড়ি তৈরির মেশিন ঘিরে উৎসুক নারী ও শিশুরা
৭ / ৯
সাদা ধবধবে চালের ঝুড়ি
৮ / ৯
ঝুড়ি নিয়ে যাচ্ছেন এক বয়োজ্যেষ্ঠ নারী
৯ / ৯
গামলা ভরা ঝুড়ি দেখছেন কয়েকজন