বাজার বৈচিত্র্যময় খেজুর

রোজা এলে চাহিদা বাড়ে খেজুরের। তাই নানা রকমের ও মানের খেজুর বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বিক্রিও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। অনেক রকমের খেজুর পাওয়া গেলেও আজোয়া, মেডজুল, মরিয়ম, দাব্বাস, ছড়া, জায়েদিসহ কয়েকটি খেজুরের চাহিদা বেশি বাজারে। রেয়াজউদ্দিন বাজারে খেজুর বিক্রি নিয়ে ছবির গল্প

১ / ৯
১০ থেকে ১৫ রকমের খেজুর থাকে প্রতিটি দোকানে
২ / ৯
কার্টনে করে পলিথিন দিয়ে সাজিয়ে রাখা হয় এসব খেজুর
৩ / ৯
দেখতে গুড়ের মতো মনে হলেও এগুলো আসলে বস্তা খেজুর
৪ / ৯
মরিয়ম খেজুর দেখাচ্ছেন এক বিক্রেতা
৫ / ৯
পাশাপাশি দুটি দোকানে খেজুর নিয়ে বিক্রেতারা
৬ / ৯
কার্টনে রাখা খেজুর
৭ / ৯
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে নানাভাবে সাজিয়ে রাখা হয় খেজুর
৮ / ৯
ছোট ছোট প্যাকেটে বিক্রি করা হয় অনেক খেজুর
৯ / ৯
দোকানে খেজুর দেখছেন এক ক্রেতা