দেশজুড়ে অমর একুশের প্রস্তুতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সারা দেশে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি চলছে। সড়কে চলছে আলপনা আঁকার কাজ। কলাগাছ দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী শহীদ মিনার। যে যেভাবে পারছেন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। দেশের বিভিন্ন এলাকায় সেসব আয়োজনের ছবি নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
স্কুলের শিক্ষার্থীরা প্রভাতফেরিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বলে নিজেরা কলাগাছ আর মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করে আশপাশ সাজিয়ে প্রস্তুতি নিচ্ছে। ছলেমন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চণ্ডীপুর, জাগুয়া ইউনিয়ন, বরিশাল
ছবি: সাইয়ান
২ / ১০
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শতকণ্ঠে একুশের গান ও কবিতা পাঠ করবেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শেষ মুহূর্তে প্রতিষ্ঠানের শহীদ মিনারে শিক্ষার্থীরা মহড়া দিচ্ছে। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ চত্বর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৩ / ১০
আগামীকাল বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিনে নিজেদের বানানো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। শহীদ মিনারে আলপনা আঁকছে শিক্ষার্থীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী
ছবি: আনোয়ার হোসেন
৪ / ১০
শহীদ মিনারটি ধুয়েমুছে রং করার পর আলপনা আঁকছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১০
অমর একুশে উপলক্ষে শহীদ মিনারে চলছে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও আলপনা আঁকার কাজ। আজমত আলী আদর্শ উচ্চবিদ্যালয়, তেঘরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা
ছবি: ইকবাল হোসেন
৬ / ১০
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ির পাশে ঘরের কোণে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করছে শিশুরা। মোস্তফা ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১০
ধানখেতের পাশে কলাগাছ দিয়ে তৈরি করা হয়েছে শহীদ মিনার। ইরফান আর ইউসুফ ব্যস্ত শহীদ মিনার প্রস্তুতের শেষ ধাপের কাজে। বাড়ি থেকে ফুলের মালা তৈরি করে নিয়ে দৌড়ে আসছে ফাতেমা। পানিগাতী, দিঘলিয়া উপজেলা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কটিতে আলপনা আঁকছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
ছবি: দিনার মাহমুদ
৯ / ১০
শহীদ মিনারের বেদিতে আলপনা ও রং করে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নাট্য সংগঠন ড্রামা সার্কেল। সেখানে খেলায় মেতেছে দুই শিশু। কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা
ছবি: হাসান মাহমুদ
১০ / ১০
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার ফুলে ছেঁয়ে যাবে শহীদ মিনার। তাই ফুলের দোকানে পুষ্পস্তবক তৈরিতে ব্যস্ত ব্যবসায়ীরা। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর
ছবি: মঈনুল ইসলাম