ফেনীতে বন্যায় ব্যবসাপ্রতিষ্ঠানে বিপুল ক্ষয়ক্ষতি

দেশের পূর্বাঞ্চলে সম্প্রতি ভয়াবহ বন্যায় ডুবে যায় ফেনীর বিভিন্ন এলাকা। বাড়িঘরের পাশাপাশি বন্যায় বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। পানির নিচে ডুবে ছিল মুদি, ইলেকট্রনিক, হাঁড়ি-পাতিল, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকানে। দুই থেকে চার দিন পানি জমে থাকায় দোকান থেকে পণ্য সরাতে পারেননি ব্যবসায়ীরা। এতে নষ্ট হয়ে গেছে গুদামে থাকা বিভিন্ন সামগ্রী। গত ৩০ আগস্ট থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ফেনী সদরের বিভিন্ন স্থান থেকে ছবিগুলো তোলা হয়েছে।

১ / ৯
বন্যার পানিতে ভিজে যাওয়া বিভিন্ন পণ্য রোদে শুকাতে দিয়েছেন এক ব্যবসায়ী।
২ / ৯
ভেজা ধান রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা।
৩ / ৯
বন্যার পানিতে ভিজে গেছে দোকানের কাপড়।
৪ / ৯
পানিতে নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক পণ্য। সেগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে।
৫ / ৯
বন্যায় ক্ষতিগ্রস্ত দোকান পরিষ্কার করছেন একজন কর্মী।
৬ / ৯
পানিতে নষ্ট মুদিদোকানের বিভিন্ন পণ্য।
৭ / ৯
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত গ্যাসের চুলা মেরামতের চেষ্টা করা হচ্ছে।
৮ / ৯
বস্তা বস্তা চাল বন্যার পানিতে ভিজে গেছে। সেই চাল শুকাতে দেওয়া হয়েছে সড়কে।
৯ / ৯
শর্ষের তেলের মিলে পানি ঢুকেছিল। ভিজে যাওয়া বস্তা সরাচ্ছেন একজন কর্মী।