ছবির মতো সুন্দর গ্রামটি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের একটি গ্রাম কমলাপুর। সীমান্তঘেঁষা কৃষিপ্রধান গ্রামটিতে দেখা মেলে বিস্তীর্ণ ফসলের খেত, সবুজ পাহাড়, নদী। যেকোনো মৌসুমেই শান্ত ও স্নিগ্ধ গ্রামটির নয়নাভিরাম সৌন্দর্য  নজর কাড়ে। কমলাপুর গ্রাম ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৯
জলাশয়, ফসলের খেত আর দূর দিগন্তের পাহাড়—কমলাপুরে গেলে এসবই চোখে পড়বে
২ / ৯
জলাশয়ে হাঁসের ঝাঁক নামিয়ে পাহারায় এক ব্যক্তি
৩ / ৯
মাছ ধরার জন্য কমলাপুরে রয়েছে সবুজে ঘেরা এমন অনেক জলাধার
৪ / ৯
কমলাপুরে দেখা মেলে সবুজ গালিচার মতো বিস্তীর্ণ ফসলের মাঠ
৫ / ৯
গ্রামীণ সড়ক ধরে চলছে অটোরিকশা
৬ / ৯
শীত মৌসুমে পানি শুকিয়ে সংকীর্ণ হয়ে এসেছে খাল
৭ / ৯
শুষ্ক মৌসুমে জলাশয়ে মাছ ধরার জন্য বানানো হয়েছে অস্থায়ী ঘর
৮ / ৯
গোয়াইনঘাটের সঙ্গে কমলাপুরের সংযোগ তৈরি করেছে এ সড়কটি
৯ / ৯
নজর কাড়ে সবুজ পাহাড় আর বিস্তীর্ণ ফসলের খেত