জুমের ধান কাটা শুরু

বান্দরবানের সবুজ পাহাড়ের এখন হলুদ রূপ। পেকেছে জুমের ধান। দল বেঁধে জুমের ফসল কাটায় ব্যস্ত এখানকার চাষিরা। তাঁদের সঙ্গ দিচ্ছেন স্বজন কিংবা প্রতিবেশীরাও। ধানের পাশাপাশি মিষ্টিকুমড়া, ভুট্টা, মারফা ও তিলও ফলিয়েছেন তাঁরা। সেপ্টেম্বর-অক্টোবর পযর্ন্ত ধান কাটা, মাড়াই ও শুকানোর প্রক্রিয়া চলে। ধান শুকানো শেষে জুমঘর থেকে মূল ঘরে স্থানান্তর করা হয়। এরপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে ঘরে ঘরে জুম ধানের নবান্ন উৎসব। ছবিগুলো গতকাল শুক্রবার বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন জায়গা থেকে তোলা।

১ / ৮
জুমঘরের মাচাংয়ে ধান শুকানো হচ্ছে।
২ / ৮
পরিবার ও প্রতিবেশীদের নিয়ে ধান সংগ্রহ করছেন কয়েকজন।
৩ / ৮
ধান সংগ্রহের পর একটি থুরুংয়ে (ঝুড়ি) জমা করা হচ্ছে।
৪ / ৮
পাকা ধান কাটছেন একজন তরুণী।
৫ / ৮
জুমের ধান রোদে শুকাতে দেওয়া হচ্ছে। ধানগুলো মাঝেমধ্যে একটু নেড়ে দিচ্ছেন একজন নারী।
৬ / ৮
জুমের উৎপাদিত সাথি ফসল মিষ্টিকুমড়া মাথায় চেপে নিয়ে আসছেন এক নারী।
৭ / ৮
জুমের উৎপাদিত ভুট্টা রোদে শুকিয়ে রাখা হয়েছে।
৮ / ৮
পেকে যাওয়ায় ধান কাটা হচ্ছে।