মজাদার কতবেল

কতবেল—ছোট একটা ফল, স্বাদে-গন্ধে অতুলনীয়। পুষ্টিগুণেও কতবেলের জুড়ি নেই। এখন কতবেলের মৌসুম চলছে। বাজারে ঘুরলে চোখে পড়ছে নানা আকারের কতবেল। কদরও বেশ। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা।

১ / ৮
পাতার ফাঁকে থোকায় থোকায় ধরেছে কতবেল।
২ / ৮
গাছ থেকে পেরে আনা কতবেল আকারভেদে বাছাই করছেন একজন বিক্রেতা।
৩ / ৮
বাছাই শেষে ঝুড়ি ভরে একই আকারের কতবেল রাখা হয়েছে।
৪ / ৮
সড়কের পাশে ভ্যানে করে কতবেল বিক্রি করছেন এক বিক্রেতা।
৫ / ৮
কেনার আগে পাকা কতবেলের সুঘ্রাণ নিচ্ছেন একজন ক্রেতা।
৬ / ৮
বিক্রির আগে ছুরি দিয়ে কতবেল ফুটো করে দিচ্ছেন বিক্রেতা।
৭ / ৮
ক্রেতার পছন্দে কতবেলে মেশানো হচ্ছে মরিচের গুঁড়াযুক্ত লবণ।
৮ / ৮
বিক্রির জন্য লবণ-মরিচ মিশিয়ে কতবেল সাজিয়ে রাখা হয়েছে।