শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে সারা দেশের শহীদ মিনার

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন যাঁরা, বায়ান্নর সেই সব শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। একুশের প্রথম প্রহরে ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিট বাজতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন। এরপর সারা দিন দেশের সব শহীদ মিনারে ভরে ওঠে শ্রদ্ধার ফুলে। দেশের বিভিন্ন প্রান্তে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র নিয়ে এই ছবির গল্প।  

১ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ভরে উঠেছে শ্রদ্ধার ফুলে। সেখানকার পলাশগাছের ডাল সেজেছে ফুলে ফুলে। শহীদ মিনারের পাশ দিয়ে চলতি পথে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করার চেষ্টা করছেন এই ভ্যানচালক। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, পাবনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ে নিজেদের বানানো শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
৩ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে শিশুরা
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবহমান বাংলার শিক্ষা শুরুর লৌকিক অনুষ্ঠান ‘হাতেখড়ি’র আয়োজন করে গণশিল্পী সংস্থা পাবনা জেলা শাখা। সেখানে শিশুদের হাতেখড়ি ও আশীর্বাদপত্র তুলে দেন পাবনার প্রবীণ শিক্ষানুরাগীরা। কালেক্টরেট চত্বর, পাবনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শহীদ–বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার, বগুড়া, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৭ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৮ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি শিশুর গালে এঁকে দেওয়া হচ্ছে একুশের উল্কী। কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৯ / ১৭
শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। রংপুর নগরের কেন্দ্রীয় শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অভিভাবকের সঙ্গে ফুল হাতে শহীদ মিনারে এসেছে বিভিন্ন বয়সের শিশু। শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার, বগুড়া, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। অম্বিকা ময়দান ঝিলটুলী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর ২১ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৭
একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে অভিভাবকের সঙ্গে আসে শিশু লামিয়া জান্নাত। রাজশাহী কলেজ, ২১ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ফুল হাতে শিশুশিক্ষার্থী। সিলেট নগরের শিবগঞ্জ এলাকার স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে শিশুরা। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৭
ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে এক পাহাড়ি শিশু। বান্দরবান জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে
ছবি: মংহাইসিং মারমা
১৭ / ১৭
শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: জুয়েল শীল