বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। বন্যার পানিতে গ্রামের রাস্তা, পুকুর, ঘরবাড়ি ও বিদ্যালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সিলেট, কুড়িগ্রাম, মৌলভীবাজার, রাজবাড়ী, নেত্রকোনা, সুনামগঞ্জ ও গাইবান্ধার বন্যার ছবি দিয়ে ছবির গল্প।

১ / ৯
টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি উপচে পড়েছে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায়। পানিবন্দী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
ছবি: আনিস মাহমুদ
২ / ৯
কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চর এলাকা
ছবি: প্রথম আলো
৩ / ৯
মৌলভীবাজারে দ্বিতীয় দফা বন্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। হাঁটুপানি মাড়িয়ে লোকজন চলাচল করছেন
ছবি: কল্যাণ প্রসূন
৪ / ৯
রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় নদীভাঙন থেকে রক্ষা হচ্ছে না বসতভিটা। বাড়িঘর ভেঙে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে নদীপাড়ের পরিবারগুলো
ছবি: এম রাশেদুল হক
৫ / ৯
নেত্রকোনার কলমাকান্দায় পানি কমছে ধীরগতিতে। এখনো অনেক গ্রামীণ সড়ক পানির নিচে রয়েছে। উপজেলার মনতলা-ইসবপুর সড়কের ওপর দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে
ছবি: প্রথম আলো
৬ / ৯
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। সদর উপজেলার চেকনিকারা-ইসলামপুর সড়কে পানি থাকায় নৌকায় গ্রামে যাচ্ছেন লোকজন
ছবি: খলিল রহমান
৭ / ৯
ভাঙনের হাত থেকে দোকান ও বাড়ি রক্ষায় টিনের বেড়া দিয়ে রক্ষার চেষ্টা করছেন মুদিদোকানি বারেক মৃধা। রাজবাড়ী দৌলতদিয়া চাঁদ খানপাড়া থেকে তোলা
ছবি: এম রাশেদুল হক
৮ / ৯
ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট নগরের বিভিন্ন এলাকায় এখনো পানিবন্দী। শাহজালাল উপশহর এলাকার বিভিন্ন সড়কে পানি মাড়িয়ে চলছে মানুষ ও যানবাহন
ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
অবিরাম বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধায় সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার ডাঙ্গারঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ
ছবি: প্রথম আলো