দেশজুড়ে বড়দিনের আয়োজন

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বুধবার (২৫ ডিসেম্বর)। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বাহারি রঙে। বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে বিভিন্ন গির্জায় প্রার্থনা হয়। গতকাল মঙ্গলবার রাতের এই আয়োজন নিয়ে ছবির গল্প।

১ / ৭
বড়দিন উপলক্ষে সিলেট নগরের নয়াসড়ক এলাকার প্রেসবিটারিয়ান চার্চ সাজানো হয়েছে। ছবিটি মঙ্গলবার সন্ধ্যায় তোলা। সিলেট, ২৪ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ৭
বড়দিন উপলক্ষে ব্যাপ্টিস্ট গির্জায় মোমবাতি প্রজ্বালন করা হয়। সংগীত ও নৃত্য পরিবেশনও হয়। হাবেলি গোপালপুর, ফরিদপুর, ২৪ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ৭
বড়দিন উপলক্ষে বলদিপুকুর ক্যাথলিক গির্জার আয়োজন। মিঠাপুকুর, রংপুর, ২৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৭
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক্‌-বড়দিন উৎসব। পাবনা ব্যাপ্টিস্ট চার্চ, পাবনা, ২৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৫ / ৭
বড়দিন উপলক্ষে গির্জা সাজানো হচ্ছে। ক্যাথিড্রাল ধর্মপল্লি, সদর রোড, বরিশাল, ২৪ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৬ / ৭
বড়দিন উপলক্ষে চট্টগ্রাম নগরের পাথরঘাটায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের ঘরের সামনে সাজানো হয়েছে। পাথরঘাটা, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
৭ / ৭
বড়দিন উপলক্ষে ঘরের ভেতরে সাজানো হয়েছে। পাথরঘাটা, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল