এই সময়ের সারি-গোয়াইন নদ

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা দিয়ে প্রবাহিত বাংলাদেশ-ভারতের একটি আন্তসীমান্ত নদ সারি গোয়াইন। জৈন্তাপুর সীমান্তের মেঘালয় পাহাড় নদটির উৎস হওয়ায় সেখানে এটি সারি নদ নামে পরিচিত। পাহাড়ি নদটি জৈন্তাপুর হয়ে গোয়াইনঘাট সদরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় এটি সারি গোয়াইন নামে বেশি পরিচিত। ৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের নদটি জৈন্তাপুর-গোয়াইনঘাট, সিলেট সদর হয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদটি বিভিন্ন এলাকায় বোরো মৌসুমে কৃষকদের জন্য সেচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন প্রজাতির মাছ পাওয়ায় নদ লাগোয়া মৎস্যজীবীদের আয়ের প্রধান উৎস এই সারি গোয়াইন নদ। বর্ষায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই নদ হয়ে পর্যটকেরা বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম সারি গোয়াইন নদ। এই সময়ে নদের বুকে চর জেগেছে। কোথাও কোথায় গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন দেখা দিয়েছে।

১ / ১০
সারি গোয়াইন নদের একপাশে জেগেছে বিশাল চর
২ / ১০
গোয়াইনঘাট বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে নদটি। সেখানেও জেগেছে চর
৩ / ১০
নদের চরে স্থানীয় বাসিন্দারা সবজি চাষ করেছেন
৪ / ১০
নদের চরে নতুন নৌকা তৈরি করা হচ্ছে
৫ / ১০
নদে কাপড় ধুয়ে বাড়িতে ফিরছেন দুই নারী
৬ / ১০
আঁকাবাঁকা পাহাড়ি নদটি বর্ষায় সৌন্দর্য বিলায়
৭ / ১০
একপাশে চর, অন্যপাশ দিয়ে চলছে নৌকা
৮ / ১০
নদের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে
৯ / ১০
নদের পেটে যাচ্ছে কৃষিজমি
১০ / ১০
গোয়াইন ব্রিজের ছায়ায় নৌকায় বসে নদে মাছ ধরছেন দুই ব্যক্তি