পদ্মার চরাঞ্চলে রাসেলস ভাইপার আতঙ্ক

পদ্মা নদীর তীরবর্তী ফরিদপুরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব। এ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৃষকদের মধ্যে। চরের জমিতে ফসল কাটতে যেতে ভয় পাচ্ছেন তাঁরা।

১ / ১০
আতঙ্কিত এক কৃষক বাদাম তুলতে মাঠে যাচ্ছেন লাঠি নিয়ে।
২ / ১০
বাদাম তুলতে এসে সতর্কতা অবলম্বনে লাঠি ব্যবহার করছেন এক কৃষক।
৩ / ১০
আতঙ্কের মধ্যে বাদাম তুলতে নৌকায় করে চরের খেতে যাচ্ছেন নারীরা।
৪ / ১০
সাপ নিয়ে আতঙ্কের মধ্যে খেত থেকে বাদাম তুলছেন এক কৃষক দম্পতি।
৫ / ১০
পদ্মা নদীর পাড়ে ফসল শুকাচ্ছেন এক গৃহবধূ।
৬ / ১০
কাজ রেখে সাপ খোঁজায় ব্যস্ত কৃষকেরা।
৭ / ১০
সাপের ভয়ে কৃষিকাজ রেখে অলস সময় পার করছেন অনেক কৃষক।
৮ / ১০
সাপের ভয়ে অনেকেই খেতে যাচ্ছেন না।
৯ / ১০
দুর্গম চরাঞ্চলে কাউকে সাপে কাটলে যাতে দ্রুত শহরের হাসপাতালে আনা যায়, সে জন্য পদ্মা নদীর পাড়ে প্রস্তুত রাখা হয়েছে স্পিডবোট।
১০ / ১০
সাপের ভয়ে অনেক কৃষক খেতে যাচ্ছেন না। নানাভাবে অলস সময় পার করছেন তাঁরা।