সৈকতে মাছ ধরার নৌকা

ভাটার সময় নানা রঙের ছোট-মাঝারি আকৃতির নৌকা নিয়ে বঙ্গোপসাগরে চলে যান একদল জেলে। তাঁরা সঙ্গে করে নিয়ে যান তিন-চারটি জাল। মাছ ধরা শেষে তিন-চার ঘণ্টার মধ্যে ফিরে আসেন তাঁরা। ফেরার পর বিশেষ প্রক্রিয়ায় সৈকতে তোলা হয় নৌকাগুলো। এরপর সেখানে বসেই জাল থেকে ঝেড়ে নেওয়া হয় মাছ। পরে নিলামে মাছ বিক্রি হয়। আকারভেদে প্রতি টন চাপিলা মাছ বিক্রি হয় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায়। টেকনাফের সাবরাং মুন্ডাডেইল সৈকত থেকে ছবিগুলো তোলা।

১ / ৯
সাগর থেকে মাছ ধরে তীরের দিকে আসছে একটি নৌকা।
২ / ৯
নৌকা তীরে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে টায়ারযুক্ত ঠেলাগাড়ি।
৩ / ৯
টায়ারযুক্ত সেই ঠেলার ওপর বসিয়ে নৌকা সৈকতে তোলা হচ্ছে।
৪ / ৯
নৌকা থেকে নামানো হচ্ছে মাছ ধরার জাল।
৫ / ৯
মাছ ধরে ফিরেছে আরও একটি কালো-হলুদ রঙের নৌকা।
৬ / ৯
জাল থেকে ছাড়ানো হচ্ছে মাছ।
৭ / ৯
মাছ ছাড়ানো শেষে জালগুলো ভাঁজ করে রাখা হচ্ছে।
৮ / ৯
ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছ কুড়িয়ে এক জায়গায় রাখা হচ্ছে।
৯ / ৯
মাছ নিলামে তোলা হচ্ছে।