বিনোদনকেন্দ্রে ঈদের প্রস্তুতি

কদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণে মুখর থাকে সিলেটের বিভিন্ন বিনোদনকেন্দ্র। ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে এসব পর্যটনকেন্দ্রে ঘুরতে আসবেন অনেকেই। ঈদ উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকায় ‘পর্যটন মোটেল’ সিলেট পরিচালিত ‘অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড’ নামের বিনোদনকেন্দ্রে ধোয়ামোছা ও রঙের কাজ করা হচ্ছে। প্রায় ৪১ একর জমির ওপর বাংলাদেশ পর্যটন করপোরেশন নির্মিত মোটেল লাগোয়া এই বিনোদনকেন্দ্রে ঈদের ছুটিতে থাকবে দর্শনার্থীদের ভিড়। ছবিগুলো গত মঙ্গলবার দুপুরে তোলা।

১ / ১২
‘চরকি’ ঠিকঠাক করছেন এক শ্রমিক।
২ / ১২
বিনোদনকেন্দ্রের ভেতরে রয়েছে লেক।
৩ / ১২
লেকে চলাচল করা নৌকাগুলো পাড়ে তুলে রং করা হচ্ছে।
৪ / ১২
লেকের ওপরে রয়েছে দৃষ্টিনন্দন সেতু।
৫ / ১২
শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড।
৬ / ১২
‘বাম্পার কার’ জোনে চলছে ধোয়ামোছা।
৭ / ১২
মৎস্যকন্যার ভাস্কর্য।
৮ / ১২
উৎসব ছাড়াও অবসরে এখানে ঘুরতে আসেন অনেকে।
৯ / ১২
কংক্রিটের ডাইনোসর পরিষ্কার করছেন একজন।
১০ / ১২
রং করা হয়েছে বিনোদনকেন্দ্রের প্রধান ফটক।
১১ / ১২
পর্যটন মোটেলের অন্য পাশেও রয়েছে প্রবেশপথ।
১২ / ১২
গাছপালাঘেরা ও সবুজ টিলার কোলে বিনোদনকেন্দ্রের অবস্থান।