পেকেছে আগাম আমন ধান

রংপুরে স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান পাকতে শুরু করেছে। কাটাও শুরু হয়েছে। কৃষকেরা এখন ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। লাগানোর ৮০ থেকে ৯০ দিনের মধ্যে এই ধান পাকে। ধান কাটার পর আলুসহ নানা রবিশস্য আবাদ করবেন চাষিরা। ধান কাটা ও মাড়াইয়ের এই কর্মযজ্ঞের ছবিগুলো রংপুরের সদর ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ১০
স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান পাকতে শুরু করেছে।
২ / ১০
দিগন্তজোড়া পাকা ধানখেত।
৩ / ১০
পাকা ধান কাটছেন কৃষক।
৪ / ১০
কোথাও কোথাও যন্ত্রের সাহায্যে ধান কাটা হচ্ছে।
৫ / ১০
কৃষকেরা ধান কেটে নিয়ে যাচ্ছেন ।
৬ / ১০
ট্রাক্টরচালিত ট্রলিতে বোঝাই করা হচ্ছে আঁটিবাঁধা ধান। নেওয়া হবে দূরে কোথাও।
৭ / ১০
খেতের মধ্য দিয়ে ট্রলি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে আঁটিবাঁধা পাকা ধান।
৮ / ১০
অনেকে জমিতেই পলিথিন বিছিয়ে তার ওপর মেশিন পেতে ধান মাড়াই করার কাজ সেরে নিচ্ছেন।
৯ / ১০
মাড়াই করা ধান বাতাসে উড়িয়ে পরিষ্কার করছেন দুই নারী
১০ / ১০
ধান মাড়াইয়ের পর শুকানোর কাজে ব্যস্ত কৃষক।