সাদা বকের ওড়াউড়ি
বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট খাল। শীতের শুরুতে খালের পানিতে ও আশপাশের এলাকায় দেখা মিলছে সাদা বকের ঝাঁক। কখনো অলস বসে থাকে, কখনোবা ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। রানীরপাড়া গ্রাম ঘুরে বকের ঝাঁকের ছবিগুলো মঙ্গলবার (১২ নভেম্বর) তোলা।