দেশব্যাপী মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

২৬ মার্চ বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে সারা দেশে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা করা। বিভিন্ন কার্যক্রম পালনের মাধ্যমে দিনব্যাপী দিবসটি উদ্‌যাপন করা হয়। সারা দেশ থেকে পাঠানো বিভিন্ন কার্যক্রমের ছবি নিয়ে ছবির গল্প

১ / ১০
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ। গল্লামারী, খুলনা, ২৬ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন চাকমা সার্কেলপ্রধান দেবাশীষ রায় এবং তাঁর মৌজাধীন মহিলা হেডম্যান কার্বারিরা। শহীদ মিনার, রাঙামাটি, খুলনা, ২৬ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর সন্তানদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২৬ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
মহান স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া, ২৬ মার্চ। ছবি: সোয়েল রানা
৫ / ১০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের অংশগ্রহণ করে খুলনা মেট্রো ও জেলা পুলিশ, আনসার, স্কাউট ও বিভিন্ন স্কুল। খুলনা জেলা স্টেডিয়াম, ২৬ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চিংহ্লা মং মারি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের প্যারেড কমান্ডার সালাম প্রদর্শন করেন। চিংহ্লা মং মারি স্টেডিয়াম, রাঙামাটি, ২৬ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১০
সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের পরিবেশনা। টাউন হল চত্বর, রংপুর, ২৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসক আয়োজিত অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শনে বাংলাদেশ আনসার ও জিডিপি বাহিনীর সদস্যরা। শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা, ২৬ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৯ / ১০
মহান স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন। মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও, ঢাকা
ছবি: জাহিদুল করিম
১০ / ১০
মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। সাভার, ঢাকা, ২৬ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ