উৎসবের আমেজ আনে ঢাকের বাজনা

ষষ্ঠী পূজার মাধ্যমে বুধবার শুরু হয়েছে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজার অবিচ্ছেদ্য অনুষঙ্গ হলো ঢাকের বাজনা। ঢাকের ঢাক গুড় গুড় আর কাঁসার শব্দে তৈরি হয় উৎসবের আমেজ। তবে প্রযুক্তির উন্নয়নে বর্তমানে অনেক স্থানে ব্যবহৃত হচ্ছে রেকর্ড বাজনা। দেশে দিন দিন কমছে পেশাদার ঢাকির সংখ্যা। তবে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন এলাকায় চলতি পথে নানা ধরনের বোলে ঢাকিদের এ দৃশ্য যেন দুর্গোৎসবের সেই ঐহিত্যকে উপস্থাপন করছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূম বল্লভপুর সিউড়ি-বোলপুর সড়কের ঢাক ও ঢাকিদের ছবি নিয়ে এ গল্প।

১ / ৭
এক শিশু এসে বায়না ধরেছে ঢাক বাজানোর।
২ / ৭
শুধু শব্দই নয়, বাহারি সাজের জন্যও ঢাকের চমক রয়েছে।
৩ / ৭
ঢাক কাঁধে তুলে নিচ্ছেন এক ঢাকি।
৪ / ৭
ঢাকের সঙ্গে বাজছে কাঁসা।
৫ / ৭
গোল হয়ে ঢাক বাজান তাঁরা।
৬ / ৭
পালাক্রমে আবারও মাঝে নতুন বোল দেন অন্যজন।
৭ / ৭
এক স্থান ছেড়ে অন্য স্থানে যেতে রাস্তায় ঢাক বাজাতে বাজাতে রওনা হলেন ঢাকিরা।