দখল আর দূষণে ভরা চট্টগ্রামের খাল

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থানে চলছে এ–সংক্রান্ত প্রকল্পের কাজ। বেশ কিছু স্থানে খালের ওপর অবৈধভাবে তৈরি করা স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। তবে কোথাও কোথাও এখনো রয়ে গেছে বেশ কিছু অবৈধ স্থাপনা। আবার কোনো কোনো খালে জমে আছে পলি। ময়লা, আবর্জনা আর পলিথিন জমে শক্ত হয়ে গেছে খালের মাটি। এতে অনায়াসে খাল দিয়ে হেঁটে পারাপার হতে পারে লোকজন। তাই বর্ষার আগে এই খালগুলো সংস্কার ও রক্ষা করা না হলে প্রতিবছরের মতো এ বছরও বর্ষার সময় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হবে লোকজনকে।

১ / ১১
চট্টগ্রাম নগরের তুলাতলী এলাকায় রাজাহালী খালে জমে থাকা ময়লা থেকে প্লাস্টিক সংগ্রহ করছেন একজন
ছবি: সৌরভ দাশ
২ / ১১
চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় অবস্থিত চাক্তাই খালে তৈরি করা হয়েছে অবৈধ স্থাপনা
ছবি: সৌরভ দাশ
৩ / ১১
চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় অবস্থিত মরিয়ম বিবি খালের পাশে ভেঙে ফেলা স্থাপনা আবার তৈরি করা হচ্ছে
ছবি: সৌরভ দাশ
৪ / ১১
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার এলাকায় অবস্থিত টেকপাড়া খালের তীরে তৈরি করা হচ্ছে অবৈধ স্থাপনা
ছবি: সৌরভ দাশ
৫ / ১১
চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় অবস্থিত চাক্তাই খালে তৈরি করা হয়েছে অবৈধ স্থাপনা
ছবি: সৌরভ দাশ
৬ / ১১
চট্টগ্রাম নগরের চাক্তাই ও রাজাহালী সংযোগ খালে তৈরি করা হয়েছে কাঁচা–পাকা বিভিন্ন স্থাপনা
ছবি: সৌরভ দাশ
৭ / ১১
চট্টগ্রাম নগরের চাক্তাই ও রাজাহালী সংযোগ খালে জমে আছে পলি। সেখান দিয়ে অনায়াসে হেঁটে পার হতে পারে লোকজন
ছবি: সৌরভ দাশ
৮ / ১১
চকবাজার এলাকায় অবস্থিত চাক্তাই খালে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। তাই ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা
ছবি: সৌরভ দাশ
৯ / ১১
চকবাজার এলাকায় অবস্থিত চাক্তাই খালে অবৈধ স্থাপনা ভাঙার জন্য দেওয়া হয়েছে নির্দেশনা
ছবি: সৌরভ দাশ
১০ / ১১
ছোট লোহার পাত বিছিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হন লোকজন। চট্টগ্রাম নগরের রাজাহালী খালের তুলাতলী এলাকায়
ছবি: সৌরভ দাশ
১১ / ১১
চলছে সেতু তৈরির কাজ। তাই বিকল্প সেতু দিয়ে এভাবে নানা ভোগান্তির মধ্যে পার হতে হয় লোকজনকে। ফিরিঙ্গী বাজার খালে
ছবি: সৌরভ দাশ