প্লাস্টিক পুনর্ব্যবহার: সম্ভাবনার নতুন দুয়ার

সস্তা ও হালকা বলে দিন দিন প্লাস্টিকের ব্যবহার বাড়ছে । অন্যদিকে প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারের কারণে  পরিবেশ বিপর্যয় ও আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার  (রিসাইক্লিং) যথাযথ উপায়ে করা হলে পরিবেশ বিপর্যয়ের থেকে কিছুটা রক্ষা পাওয়া যেত। পরিবেশ বিজ্ঞানীদের মতে, পুনর্ব্যবহার হতে পারে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণের একটি সহজ সমাধান। দেশে উৎপাদিত বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য যেন সম্ভাবনার এক নতুন দুয়ার । দেশে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার করার উদ্দেশ্যই ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, কুমিল্লা, রাজশাহী ও বগুড়াসহ বিভিন্ন শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় কয়েক হাজার ছোট বড় কারখানা রয়েছে । নাটোরের সিংড়া উপজেলার দমদমা এলাকায় প্লাস্টিক পুনর্ব্যবহার কারখানার কয়েকটি ছবি নিয়ে ছবির  গল্প ।

১ / ১০
ফেলনা প্লাস্টিকের পণ্য বাছাইয়ের কাজ করছে নারী ও পুরুষেরা
২ / ১০
সাদা ও লাল প্লাস্টিকের চাহিদা একটু বেশি
৩ / ১০
কাজের ফাঁকে গলা ভিজিয়ে নিচ্ছেন এক শ্রমিক
৪ / ১০
প্লাস্টিকের ছিপি আলাদা করছেন এক নারী শ্রমিক
৫ / ১০
হরেক রকমের প্লাস্টিক পণ্য
৬ / ১০
বিশাল এলাকা জুড়ে প্লাস্টিক পণ্য
৭ / ১০
এই মেশিনে ভাঙা হয় প্লাস্টিক
৮ / ১০
মেশিনের পানিতে আসছে ভাঙা প্লাস্টিকের টুকরা
৯ / ১০
রোদে শুকনা হচ্ছে প্লাস্টিকের গুঁড়া
১০ / ১০
প্লাস্টিক গুঁড়া শুকানো হয়ে গেলে আবার নতুন প্লাস্টিক পণ্য তৈরি করা হবে