পাহাড়ের গায়ে কুয়াশার ওড়াউড়ি

সন্ধ্যা নামতেই কুয়াশায় মুখ ঢাকছে পাহাড়ের আঁকাবাঁকা সড়ক আর প্রকৃতি। রাতভর ঝরছে টুপটাপ কুয়াশার স্নিগ্ধ জলরাশি। শীতের এই সময়ে প্রকৃতি সেজেছে নতুন সাজে। রাত ও ভোরে ঘন কুয়াশার চাদরে পাহাড় সাজছে নতুন সাজে। আর প্রকৃতির এমন সৌন্দর্যে বিমোহিত প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। শীতকালে এই সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। বিশেষ করে শীতের সকালে পাহাড়ের পথে হাঁটা আর কুয়াশা স্পর্শ করা খুবই রোমাঞ্চকর। সম্প্রতি বান্দরবানের চিম্বুক এলাকা থেকে তোলা।

১ / ৮
উড়ে বেড়াচ্ছে কুয়াশা। গাছের ফাঁক দিয়ে তা দেখা যায়।
২ / ৮
দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে কুয়াশা।
৩ / ৮
কুয়াশায় ঢাকা পাহাড়ের মাঝখানের অংশ।
৪ / ৮
পাহাড়ের পরতে পরতে কুয়াশার ওড়াউড়ি।
৫ / ৮
এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুঁয়ে যাচ্ছে কুয়াশা।
৬ / ৮
সবুজ পাহাড়কে স্পর্শ করছে কুয়াশা।
৭ / ৮
শীতের এই সময়ে প্রকৃতি সেজেছে নতুন সাজে।
৮ / ৮
পাহাড়ের পরতে পরতে মেঘ। কখনো পাহাড়ের গায়ে অপরূপ সবুজ চাদর, কখনো শুভ্র মেঘের কায়া। কখনো সবুজ ছাপিয়ে হয়ে ওঠে মেঘের পাহাড়।