অবরোধহীন ঢাকায় কর্মমুখরতা
পাঁচ কর্মদিবসে বিএনপির অবরোধের পর আজ মঙ্গলবার এ ধরনের রাজনৈতিক কর্মসূচিমুক্ত দিন পেয়েছে ঢাকাবাসী। সে কারণে আজ সকাল থেকেই ঢাকা শহর ছিল কর্মমুখর। বাজার, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান—সব জায়গায় ছিল কর্মচঞ্চল মানুষের ব্যস্ততা। নগরজীবনে যেন ফিরে আসে স্বস্তির নিশ্বাস। আজ ঢাকার বিভিন্ন এলাকায় ছবিগুলো তোলা।