ঢাকায় জেঁকে বসছে শীত
পৌষের প্রথম সপ্তাহ শেষে এসে রাজধানীতে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরবেলায় বের হওয়া মানুষেরা গরম কাপড়ে জড়িয়ে জবুথবু হয়ে চলাচল করছেন। ছিন্নমূল মানুষেরা আছেন কষ্টে। রাস্তায় শুয়ে কোনোরকম কাপড়ে গা মুড়িয়ে শীত উপশম করছেন তাঁরা। রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত ছবিগুলো ঢাকার বিভিন্ন এলাকায় তোলা।