মর্টার শেলে প্রাণ গেল দুজনের, সীমান্তে আতঙ্ক

মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ চলাকালে ছোড়া মর্টার শেল এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরে। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে মর্টার শেলটি পড়লে এর আঘাতে প্রাণ হারিয়েছেন দুজন। তাঁদের একজন বাংলাদেশি নারী হোসনে আরা, অন্যজন নবী হোসেন নামের এক রোহিঙ্গা। ওপারে তীব্র গোলাগুলির কারণে আতঙ্কে আছেন ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া, পশ্চিমকুল, হিন্দুপাড়া, উত্তরপাড়া, মধ্যমপাড়া, মণ্ডলপাড়া, নয়াপাড়ার বাসিন্দারা। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট, পূর্ব ফাঁড়ির বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া, বালুখালী, দক্ষিণ বালুখালী থেকেও শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম মধ্যমপাড়ার চিত্র দিয়ে ছবির গল্প।

১ / ৮
মর্টার শেলটি এসে পড়ে ঘুমধুমের জলপাইতলী গ্রামে। এতে হোসনে আরাসহ দুজন নিহত হন।
২ / ৮
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলটি এসে রান্নাঘরের ওপর পড়ে।
৩ / ৮
নবী হোসেনের লাশের সামনে আহাজারি করছেন স্ত্রী হাজেরা বেগম।
৪ / ৮
নিহত রোহিঙ্গা নবী হোসেনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী হাজেরা বেগম ও ছেলে ইমাম হোসেন।
৫ / ৮
নিরাপত্তার কারণে নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬ / ৮
মিয়ানমারের ঢেঁকিবনিয়া সীমান্ত চৌকিতে আরকান আর্মি আক্রমণ করলে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৪ জন সদস্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ঘুমধুম বিওপিতে আশ্রয় নেন।
৭ / ৮
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তুমব্রু রাইট ক্যাম্প গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
৮ / ৮
গুলি ও মর্টার শেল নিক্ষেপের পর তা বসতবাড়ি ও উঠানে এসে পড়ছে। এতে আতঙ্কে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে গাড়ির অপেক্ষায় এক নারী।