টিকিট কেটে আনারস, মাল্টা, কাজুবাদামের আবাদ দেখছে মানুষ

সিলেটের গোলাপগঞ্জে পতিত টিলায় আনারসের আবাদ করে সুফল পাচ্ছেন বাগানমালিকেরা। আনারস ছাড়াও মাল্টা, কফি, কাজুবাদামের আবাদ হচ্ছে। পাশাপাশি গড়ে উঠছে কৃষিপর্যটন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ চৌধুরীপাড়া গ্রামের আলভীনা গার্ডেন এবং দত্তরাইল গ্রামের পাহাড়-টিলায় চাষ করা হয়েছে আনারস, কমলা, লেবু ও মাল্টার। একসময় অনাবাদি থাকা এসব পাহাড়-টিলা ঘিরে কৃষিপর্যটন গড়ে উঠেছে। দুই বছর ধরে পতিত পাহাড়-টিলায় আনারসের চাষ হচ্ছে। আনারস বিক্রি করেই চাষিরা বছরে কোটি টাকা আয় করছেন। সারি সারি উঁচু-নিচু পাহাড়-টিলার ভাঁজে ভাঁজে এমন ফলবাগান দেখতে টিকিট কেটে মানুষজন ঘুরতে আসছেন। সিলেটে যুক্ত পর্যটনের নতুন সম্ভাবনা ‘কৃষিপর্যটন’। সম্প্রতি তোলা ছবি।

১ / ১৪
কৃষিপর্যটনকেন্দ্রে আসা দর্শনার্থীদের জন্য ছবি তোলার ব্যবস্থা করেছেন বাগানের উদ্যোক্তা
২ / ১৪
টিলার চূড়া থেকে পুরো এলাকা যেন সবুজের রাজ্য
৩ / ১৪
দুই পাশে টিলা, মাঝখানে বাগানের রাস্তা
৪ / ১৪
দৃষ্টিনন্দন করতে টিলার গায়ে আনারসের চারা দিয়ে নাম লিখে রাখা হয়েছে
৫ / ১৪
সবুজ টিলা দেখছেন সিলেটের স্থানীয় দর্শনার্থীরা
৬ / ১৪
দর্শনার্থীদের সুবিধার জন্য টিলার গায়ে গড়ে উঠেছে দোকান
৭ / ১৪
টিলার গায়ে আনারসগাছ
৮ / ১৪
আনারস ধরেছে গাছে
৯ / ১৪
বাগানে রয়েছে মাল্টাগাছ
১০ / ১৪
লেবুগাছের পরিচর্যায় ব্যস্ত এক শ্রমিক
১১ / ১৪
শ্রমিকদের নিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত উদ্যোক্তা
১২ / ১৪
টিলার চূড়ায় দর্শনার্থীদের জন্য বসার স্থান
১৩ / ১৪
‘চান মিয়া আনারসবাগানের’ এসব দৃষ্টিনন্দন ঘর থেকে বাগানের সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা
১৪ / ১৪
আনারসবাগানের প্রবেশমুখে ছবি তুলছেন পর্যটকেরা