দায়িত্বশীল বাবা বুলবুলি

একজোড়া বুলবুলি পাখি। বাসায় তিনটি ডিম। দিনভর কাটে ব্যস্ত সময়। কখনো খাবারের খোঁজ, কখনো ডিমে তা দেওয়া। স্ত্রী পাখিটি খাবার খাওয়ার সময় সতর্ক দৃষ্টিতে পাহারা দেয় পুরুষ পাখিটি। আর স্ত্রী পাখিটি ডিমে তা দেওয়ার সময় নিজের খাওয়ার কাজ সেরে নেয় পুরুষ পাখি। এরই মাঝে কখনো আবার একজোট হয়ে গাছের ডালে বসে থাকে জুটিটি। রাঙামাটির কাপ্তাই উপজেলার হরিণছড়া টিলা থেকে বুলবুলি জুটি নিয়ে এই ছবির গল্প।

১ / ৫
গাছের ডালে বসে আছে বুলবুলি জুটি।
২ / ৫
গাছে ফল খাওয়া।
৩ / ৫
একটি বুলবুলি পাখি খাবার খাচ্ছে, অন্যটি সতর্ক।
৪ / ৫
বুলবুলির বাসায় তিনটি ডিম।
৫ / ৫
ডিমে তা দেওয়া।