বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা

কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলায় অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বাড়ছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। আজ বৃহস্পতিবার দেশের প্লাবিত বিভিন্ন স্থানের খণ্ডচিত্র।

১ / ১১
পাহাড়ি ঢলের চাপে খালের ওপর থাকা স্লুইস গেট ও বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকায়
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২ / ১১
তিন দিন চেষ্টা চালিয়েও মনু নদের প্রতিরক্ষা বাঁধ রক্ষা করতে পারেননি এলাকাবাসী। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। মিয়ারপাড়া, টিলাগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার
ছবি: কল্যাণ প্রসূন
৩ / ১১
ভারী বর্ষণ ও ঢলের পানিতে ডুবে গেছে খাগড়াছড়ির অধিকাংশ নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও সড়ক। আদালত সড়ক, খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ১১
পাহাড়ি ঢলের তোড়ে মনু নদের বাঁধ ভেঙে গেলে বানভাসি লোকজন মালামাল নিয়ে বাঁধের ওপর শুকনা স্থানে আশ্রয় নেন। টিলাগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার
ছবি: কল্যাণ প্রসূন
৫ / ১১
বাঁধের ওপর ঠাঁই হয়েছে গবাদিপশুর। মিয়ারপাড়া, টিলাগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার
ছবি: কল্যাণ প্রসূন
৬ / ১১
জলাবদ্ধতা ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ঘরবাড়ি–উঠোন সব পানিতে একাকার। লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছনগর এলাকায়
ছবি: প্রথম আলো
৭ / ১১
কুমিল্লার গোমতী নদী থেকে পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। কুমিল্লার বুড়িচং উপজেলার কামাড়খাড়া এলাকায়
ছবি: এম সাদেক
৮ / ১১
প্রবল স্রোতে গোমতী নদীর ওপর নির্মিত ৭৫ মিটার দৈর্ঘ্যের কাঠের তৈরি সেতুটি ভেঙে গেছে। এতে ৪৩ গ্রামের মানুষের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আসমানিয়া, তিতাস, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১১
বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে লোকালয়। সিলেট নগরের মাছিমপুর এলাকা
ছবি: আনিস মাহমুদ
১০ / ১১
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ঢুকে পড়েছে লোকালয়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চর সোনাপুর, সোনাগাজী, ফেনী
ছবি: আমজাদ হোসাইন
১১ / ১১
মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা। চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায়
ছবি: সৌরভ দাশ