২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এক ট্রেনে উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়েই অনেককে ট্রেনের ছাদে চেপে বসতে দেখা যায়। তবে জামালপুর কমিউটার ছাড়া অন্য ট্রেনগুলোয় যাত্রীর তেমন ভিড় ছিল না। শুক্রবার গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে তোলা ছবি।

১ / ১০
প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা।
২ / ১০
ট্রেন এখনো আসেনি। এই ফাঁকে চলছে ছবি তোলা।
৩ / ১০
ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড়।
৪ / ১০
ট্রেনের ভেতর, বাইরে বা ছাদ—কোথাও তিল ধারণের জায়গা নেই।
৫ / ১০
ভিড় ঠেলে ট্রেনে ওঠার চেষ্টায় অনেকে।
৬ / ১০
ট্রেনের দরজায় জায়গা না পেয়ে জানালা দিয়ে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা।
৭ / ১০
ছোট্ট এই সন্তানকে নিয়ে কীভাবে ট্রেনে উঠবেন, তা নিয়ে উদ্বিগ্ন এক মা।
৮ / ১০
ট্রেনের কোথাও আর জায়গা নেই। দরজায় অনেকেই ঝুলে আছেন। পা পিছলে গেলেই ঘটতে পারে দুর্ঘটনা।
৯ / ১০
ঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিনে উঠেছেন অনেকে।
১০ / ১০
ট্রেনের দরজা থেকে বাইরে কাউকে ইশারায় কিছু বোঝাতে চাইছিলেন এই তরুণ।