ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়

শক্তিশালী এক ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া এই ঝড় স্থানীয় সময় গত রোববার অঙ্গরাজ্যটির দক্ষিণ অংশে ও পাশের অ্যারিজোনার কিছু অংশে আঘাত হানে। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিতে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ঝড়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়েছে নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ঘটেছে ভূমিধসের ঘটনা। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যাপক ভোগান্তিতে পড়েছেন অঞ্চলটির সাড়ে তিন কোটি বাসিন্দা।আটটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

১ / ৯
শক্তিশালী ঝড়ে ধসে পড়েছে একটি বাড়ি
ছবি: এএফপি
২ / ৯
লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস এলাকায় ধসে পড়া বাড়ি দেখছেন এক নারী
ছবি: এএফপি
৩ / ৯
প্রবল বৃষ্টিতে ভূমিধসে সেই মাটি গিয়ে পড়েছে একটি বাড়ির ওপর
ছবি: এএফপি
৪ / ৯
ঝড় ও প্রবল বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস নদী
ছবি: এএফপি
৫ / ৯
ক্যালিফোর্নিয়া শহরের উপকণ্ঠে বৃষ্টির মধ্যে সড়কে ঘুমাচ্ছেন গৃহহীন এক ব্যক্তি
ছবি: এএফপি
৬ / ৯
প্রবল বৃষ্টিতে সড়কে জমা পানি নিষ্কাশনের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা
ছবি:এএফপি
৭ / ৯
লস অ্যাঞ্জেলেস সড়কে জমা হাঁটুপানি নিষ্কাশনের কাজ চলছে
ছবি: এএফপি
৮ / ৯
ঝড়ে বাড়ি ভেঙে পড়েছে একটি গাড়ির ওপর
ছবি:এএফপি
৯ / ৯
ঝড়ে ধসেপড়া একটি বাড়ি দেখছেন দুই ব্যক্তি
ছবি: এএফপি