শীতে কাতর প্রাণিকুল

সপ্তাহখানেক ধরে রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার দাপট ও ঘন কুয়াশা আর কোথাও বইছে শৈত্যপ্রবাহ। এ থেকে বাদ যায়নি প্রাণিকুলও। চট্টগ্রাম চিড়িয়াখানায় শীত থেকে রক্ষা পেতে গুটিসুটি হয়ে শরীর গরম করার চেষ্টা করছে পশুপাখিরা। নিজের পালকে মুখ ঢুকিয়ে নিরলস সময় পার করছে পাখিরা।

১ / ১১
কনকনে শীতে জবুথবু হয়ে আছে একদল বানর
২ / ১১
ঠান্ডায় কাতর এক বন বিড়াল
৩ / ১১
গুটিসুটি দুই গন্ধগোকুল
৪ / ১১
তীব্র ঠান্ডায় কাতর সজারু দল
৫ / ১১
শীতে জড়সড় হয়ে আছে মুখপোড়া হনুমানরা
৬ / ১১
পালকের ভেতর ঠান্ডায় মুখ ঢেকেছে টিয়া পাখির ঝাঁক
৭ / ১১
শীতে জড়সড় দুই ম্যাকাও পাখি
৮ / ১১
দুই কবুতরের খুনসুটি
৯ / ১১
কনকনে ঠান্ডায় শুয়ে পড়েছে এক শকুন
১০ / ১১
শীতে জড়সড় হয়ে আছে দুই বড় গন্ধগোকুল
১১ / ১১
ঠান্ডায় কাতর হরিণের দল