চট্টগ্রাম নগরে বর্ষবরণ উৎসব

বর্ণিল শোভাযাত্রা, আলপনা, মেলাসহ নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয় চট্টগ্রাম নগরে। সব বয়সী মানুষ বৈশাখ উদ্‌যাপনে বাহারি পোশাকে সেজে সকাল থেকেই পথঘাট রাঙিয়ে তোলে। চট্টগ্রাম নগরে প্রতিবছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার সকাল ৯টায় নগরে বাদশা মিয়া রোড এলাকায় অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। ‘এই বৈশাখে বৈশ্বিক বৈভবে’ স্লোগানে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার চারুকলার সামনে শেষ হয় শোভাযাত্রা।

১ / ১১
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ।
২ / ১১
খেলনা নিয়ে হেঁটে ডিসি হিলে আসছে এক শিশু।
৩ / ১১
ডিসি হিলে নৃত্য পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরা।
৪ / ১১
সড়কে করা আলপনায় ছবি তুলছেন লোকজন।
৫ / ১১
মুখে নববর্ষ লিখে এসেছেন এক নারী।
৬ / ১১
ডিসি হিলে নাচের একটি দৃশ্য।
৭ / ১১
মাথায় ফুল দিয়ে ঘুরতে এসেছে এক শিশু।
৮ / ১১
শিশুটিকে কাঁধে নিয়ে গানের তালে নাচছেন বাবা।
৯ / ১১
সিআরবিতে নৃত্য পরিবেশন করছে শিশুরা।
১০ / ১১
এক শিশুর মুখে আঁকা হচ্ছে ‘শুভ নববর্ষ’।
১১ / ১১
প্রচণ্ড গরম, তাই পাখা বিক্রি করছেন একজন।